মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:২১ এএম

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ

হামজার খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:২১ এএম

হামজা চৌধুরী

হামজা চৌধুরী

জাতীয় ফুটবল দলের অনুশীলনে পূর্ণতা পেল। আগের দিন কিংসের ১০ ফুটবলার ক্যাম্পে যোগ দেওয়ায় গতকাল সোমবার জাতীয় স্টেডিয়ামে পরিপূর্ণ এক দল নিয়ে অনুশীলন করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে অনুশীলন ছাপিয়ে ঘুরে ফিরে আসে হামজা চৌধুরী প্রসঙ্গ।

৬ ও ৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের হয়ে এই উইন্ডো খেলবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তাই কাল অনুশীলন সেশন শুরুর আগে কোচ হাভিয়ের কাবরেরা শিষ্য হামজাকে নিয়ে মুখোমুখি হলে তিনি বল ঠেলে দেন বাফুফের দিকে, ‘এটা ম্যানেজমেন্টের বিষয়। তারা দেখছে।’ তবে কোচের পরিকল্পনায় হামজা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে কাবরেরা, ‘দলটি প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারলে সমস্যা হবে না।’

কিছুক্ষণ পরেই পাওয়া গেল সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা তপু বর্মণকে। হামজা না থাকলে কোচ সমস্যা না দেখলেও খানিকটা সমস্যা দেখছেন তপু বর্মণ, ‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে, যতটুকু জেনেছি। যদি সে আসতে না পারে আমাদের একটু কষ্ট হবে। তবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে।’ ম্যানেজার আমের খানের কথা, ‘রোববারও এ বিষয়ে বলেছি। এখনো সেই পর্যায়ে রয়েছে। হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপও হয়েছে। সে বিষয়টি দেখছে।’

৯ অক্টোবর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ দুটি ম্যাচ খেলতে যাচ্ছে নেপালে। নারী দল যেখানে উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলে নিজেদের উন্নতি করছে। সেখানে বাংলাদেশ পুরুষ দল জুন উইন্ডোতে ভুটান আর সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে নেপালের সঙ্গে। প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য, ‘নেপাল ও হংকংয়ের সঙ্গে খেলার ধরন মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’

৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সিরিজের প্রথম ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। এ সময় নিজেদের সমন্বয়ের জন্য যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা একসঙ্গে অনেক দিন থেকেই খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব আমরা একসঙ্গে। এটা যথেষ্ট।’ ম্যাচ ভেন্যু নিয়ে খানিকটা শংকিত তপু, ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি, নেপালের স্টেডিয়াম ফিফা (এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’ নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই অবশ্য। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!