সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) সচেতনতা ক্যাম্পেইন’ চ্যাম্পিয়ন সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শুদ্ধাচার ও কমপ্লায়েন্সের মানদ-ে অনন্য ভূমিকা রাখা ১১ জন সহকর্মীকে সম্মানিত করা হয়, যাদের মধ্যে আটজন নির্বাচিত হয়েছেন ব্রাঞ্চ থেকে এবং তিনজন অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। ক্যাম্পেইনে সর্বাধিক অংশগ্রহণের জন্য ব্যাংকটির ডিসট্রিবিউশন নেটওয়ার্ককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন