শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩০ এএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বেলজিয়ামে রোমাঞ্চকর ড্র বার্সেলোনার

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩০ এএম

বেলজিয়ামে রোমাঞ্চকর ড্র বার্সেলোনার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগার মাঠে রোমাঞ্চকর ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই দলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। বছরে কোটি ইউরোর কাছাকাছি বাজেট বার্সেলোনার। আর সেখানে ব্রুগার বাজেট সর্বসাকল্যে ১৫ কোটি। তাতেই বোঝা যায় দুই দলের পার্থক্য। তবে মাঠের লড়াইয়ে রীতিমতো চমক দিলো ব্রুগা। ঘরের মাঠে বার্সেলোনাকে তটস্থ রেখেছে ক্লাবটি। তিন-তিনবার বার্সাকে পেছনে ফেলেছে তারা। তবে প্রতিবারই সমতায় ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর সমাপ্তিতে মাঠ ছাড়ে দুই দল। বার্সা-ব্রুগার বড় পার্থক্য শুধু অর্থবিত্ত বা ওজনদার তারকাতেই নয়, সাম্প্রতিক পারফরম্যান্সেও ছিল। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচ ডেতে বার্সেলোনা যেখানে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে, সেখানে বায়ার্ন মিউনিখের কাছে ব্রুগাই উল্টো ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। তবে নিজেদের মাঠ ইয়ান ব্রেডেল স্টেডিয়ামে বার্সেলোনাকে প্রায় পুরো ম্যাচেই চাপে রেখেছে দলটি। প্রথম থেকে বল বার্সার দখলেই বেশি ছিল। কিন্তু গতিময় ফুটবলে বার্সার রক্ষণে ব্রুগা হানা দিয়েছে বারবার। এর মধ্যে পর্তুগিজ ফরোয়ার্ড কার্লোস ফোর্বসই মূলত বেশি ভুগিয়েছেন। আর বার্সেলোনার দিক থেকে প্রতিবার উত্তর দেওয়ার চেষ্টা করে গেছেন লামিনে ইয়ামাল।

খেলার ছয় মিনিটেই এগিয়ে যায় ব্রুগা। ফোর্বসের ক্রস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান নিকোলা ট্রেসোল্ডি। দুই মিনিটের মধ্যেই সমতায় ফিরেছে বার্সেলোনা। ফারমিন লোপেজের থেকে পাওয়া বল ছুটে গিয়ে জালে জড়ান ফেরান তোরেস। তবে ১৭ মিনিটের ব্যবধান ২-১ বানিয়ে ফেলে ব্রুগা। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দলকে এবার এগিয়ে দেন ফোর্বস। বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যে দুই গোল হজম এই প্রথম। দ্বিতীয় দফা পিছিয়ে যাওয়ার পর বার্সেলোনাকে সমতায় ফিরতে বেশ কিছুটা সময় অপেক্ষাই করতে হয়েছে। বিরতির আগে গোলের দেখা পায়নি দলটি। যদিও এর মধ্যেই লোপেজের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে, জুলস কুন্দের শট বাইরে গেছে ক্রসবারে লেগে। এমনকি বিরতির আগমুহূর্তে প্রায় ফাঁকা পোস্ট পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি তোরেস। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও গোলের সুযোগ নষ্ট করেন ইয়ামালও। ৫২ মিনিটে তিনি শট নেন সোজাসুজি ব্রুগা গোলরক্ষক নর্ডিন জেকার্সের দিকে। তবে বার্সেলোনার ম্যাচে ফিরে আসার পরের দুটি গোলই এই ইয়ামালের সৌজন্যে পাওয়া, যার মধ্যে ৬১ মিনিটে যে গোলটি করেছেন, সেটি তার সামর্থ্যরে বড় নমুনা। ডি বক্সের বাইরে বল পেয়ে দুজনকে কাটিয়ে লোপেজকে বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন। দ্রুত ফিরতি বল পায়ে নিয়ে আরও দুজনকে কাটিয়ে বেশ শান্ত ভঙ্গিতে বল জালে জড়িয়ে দেন। স্কোরলাইন হয় ২-২। ব্রুগা অবশ্য বার্সাকে স্বস্তিতে থাকতে দেয়নি। ৬৩ মিনিটে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় স্বাগতিকেরা। এবারও দলটিকে এগিয়ে দেন ফোর্বস। ব্রুগার তৃতীয় গোলের পর আবারও সমতা আসে ইয়ামালের সৌজন্যে।

৭৭ মিনিটে ইয়ামালের কোনাকুনি শট যায় গোলমুখের দিকে। ব্রুগার উইঙ্গার ক্রিস্টোস জলিস বল ক্লিয়ার করার চেষ্টায় লাফিয়ে উঠলে তার মাথা ছুঁয়ে চলে যায় জালে। আত্মঘাতী গোলে বার্সেলোনা নিয়ে আসে ৩-৩ সমতা। নাটকীয় এই গোলের আগেই অবশ্য ব্রুগাকে দেওয়া একটি পেনাল্টি ভিএআর দেখে বাতিল করেন রেফারি। ম্যাচের শেষ দিকেও ব্রুগার হতাশার কারণ হয় ভিএআর। যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সা গোলরক্ষক ভয়েশ্চেক সেজনির পা থেকে বল কেড়ে নিয়ে গোল করেন রোমিও ভারমেন্ট। তবে ভিএআরের সহায়তা নিয়ে রেফারি জানান, বল কেড়ে নিতে গিয়ে ভারমেন্ট ফাউল করেছিলেন। শেষ পর্যন্ত ৩-৩ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। চার ম্যাচে ২ জয়ে ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ব্রুগা আছে ২৪-এ।

রূপালী বাংলাদেশ

Link copied!