শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩২ এএম

ফোডেনের জোড়া গোলে ম্যানসিটির জয়

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩২ এএম

ফোডেনের জোড়া গোলে ম্যানসিটির জয়

চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে ফিল ফোডেন আলো ছড়ালেন। তার জোড়া গোলে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তারা ৪-১ গোলে হারায় জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে। এই ম্যাচে সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে গোল পেয়েছেন আর্লিং হলান্ডও। গোল করেছেন রায়ান চেরকিও। ফোডেন যে দুটি গোল করেছেন, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

খেলার ২২ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। টিয়ানি রেইনডার্সের পাস ধরে কয়েক পা এগিয়ে নিচু কোনাকুনি শটে বল জালে পাঠান ফোডেন। ডর্টমুন্ড গোলরক্ষক আটকানোর ঠিকঠাক চেষ্টাও করতে পারেননি। ২৯ মিনিটে সিটির পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। জেরেমি ডকুর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে প্রথম চেষ্টাতেই বল জড়ান সাবেক ডর্টমুন্ড স্ট্রাইকার। এ নিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচেই গোল করলেন হলান্ড। ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যাওয়া সিটি তৃতীয় গোল পায় ৫৭ মিনিটে। এবার গোলদাতা ফোডেন, সহায়তায় সেই রেইনডার্সই। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ফোডেন। অর্থাৎ, দুটি গোলই করেছেন বক্সের বাইরে থেকে। চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে একই খেলোয়াড়ের বক্সের বাইরে দুটি গোল দেখা গেল ১৭ বছর পর।

সর্বশেষ ২০০৮ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন কিছু করেছিলেন জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি আরেসান্দ্রো দেল পিয়েরো। ফোডেনের দ্বিতীয় গোলের ১৫ মিনিট পর একটি গোল শোধ দেয় ডর্টমুন্ড। জুলিয়ান রিয়ারসনের পাস থেকে বল পেয়ে পায়ের ছোঁয়ায় বল জালে পাঠান ভালদেমার অ্যান্টন। ম্যাচের তখনো ২০ মিনিটের মতো সময় বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর আশায়ও ছিল দলটি। তবে দ্বিতীয় গোলটিই আর পায়নি জার্মান ক্লাবটি। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে সিটিকে চতুর্থ গোল এনে দেন রায়ান চেরকি। পেপ গার্দিওলার দল জেতে ৪-১ গোলের বড় ব্যবধানে। চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, তিনে ইন্টার মিলান। ডর্টমুন্ড ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।

অন্য ম্যাচের ফল

আয়াক্স ০ : ৩ গ্যালাতাসারাই

বেনফিকা ০ : ১ লেভারকুসেন

ইন্টার মিলান ২ : ১ কাইরাত

মার্শেই ০ : ১ আতালান্তা

নিউক্যাসল ২ : ১ অ্যাথলেটিক বিলবাও

রূপালী বাংলাদেশ

Link copied!