শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৪ এএম

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতায় ফিরল কিউইরা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৪ এএম

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতায় ফিরল কিউইরা

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় ম্যাচে ৩ রানের শ^াসরুদ্ধকর জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল কিউইরা। অবিশ্বাস্য এক জয় হাতের নাগালে নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ রক্ষা হলো না, তীরে এসে ডুবল তরি তাদের। অকল্যান্ডে ৪১১ রানের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ মুহূর্তে এসে হেরে গেল ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ৫ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৯১ রান। নিউজিল্যান্ডের জয় তখন অনেকটাই নিশ্চিত বলতে গেলে। তেমন জায়গা থেকে হঠাৎ ঘুরে গেল ম্যাচ। রোমারিও শেফার্ড আর রভম্যান পাওয়েল সপ্তম উইকেটে ২৪ বলে তুলে দিলেন ৬২ রান। জ্যাক ফকসের করা ইনিংসের ১৬তম ওভারে পাওয়েল হাঁকান তিন ছক্কা। পরের ওভারে দুই ছক্কা শেফার্ডের। স্যান্টনার অবশ্য ওই ওভারেই তুলে নেন শেফার্ডকে। ১৬ বলে ১ চার আর ৪ ছক্কায় ৩৪ করে ফেরেন শেফার্ড। এরপর মাঠে নেমে ছক্কা প্রতিযোগিতায় যোগ দেন ম্যাথিউ ফোর্ডে। ১৮তম ওভারে কাইল জেমিসনকে ২টি ছক্কা হাঁকান ফোর্ডে, ১টি হাঁকান পাওয়েল। হিসাবটা নেমে আসে শেষ দুই ওভারে ৩০ রানে। জ্যাকব ডাফির করা ১৯তম ওভারে আসে ১৪ রান। শেষ ওভারে দরকার ১৬। খুব কঠিন মনে হচ্ছিল না। তবে কাইল জেমিসনের শেষ ওভারেও নাটক হলো। প্রথম তিন বলে দুই বাউন্ডারি, এর মধ্যে আবার নো বল। ফ্রি হিটে এলো মাত্র ১ রান। চতুর্থ বলে উইকেট। ১৬ বলে ১ চার আর ৬ ছক্কায় ৪৫ করে সোজা আকাশে ক্যাচ তুলে দিলেন রভম্যান পাওয়েল। শেষ দুই বলে দরকার ৬।

নতুন ব্যাটার আকিল হোসেন নিলেন ১ রান। তখন বাউন্ডারি হলে টাই, ছক্কা হলে জয়। কিন্তু শেষ বলে ফোর্ডে নিতে পারলেন মাত্র ১ রান। ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রানে অপরাজিতই রয়ে গেলেন ফোর্ডে। লড়াই গেল বিফলে। এর আগে মার্ক চ্যাপম্যান ২৮ বলে খেললেন ৭৮ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছক্কার মারই ৭টি! তার তা-বে ৫ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে কিউইরা।

অকল্যান্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ডেভন কনওয়েকে নিয়ে ভালো শুরু করেন টিম রবিনসন। উদ্বোধনী জুটিতে আসে ৪৩ বলে ৫৫ রান। যদিও কনওয়ে খেলেছেন ধীরগতিতে, ২৪ বলে ১৬ করে আউট হন তিনি। ২৫ বলে ৩৯ করেন রবিনসন। রাচিন রাবিন্দ্র বেশি দূর এগোতে পারেননি। ১৫ বলে ১১ রানে থামে তার ইনিংস। তবে ব্যাটে ঝড় তোলেন মার্ক চ্যাপম্যান। চার-ছক্কার বৃষ্টিতে ১৯ বলে ফিফটি তুলে নেন এই ব্যাটার। মাত্র ২৮ বলে ৬ চার আর ৭ ছক্কায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন চ্যাপম্যান। শেষ দিকে ড্যারিল মিচেল আর অধিনায়ক মিচেল স্যান্টনার ১৭ বলে গড়েন ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি। মিচেল ১৪ বলে ২৮ আর স্যান্টনার ৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!