মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৪৯ এএম

আবার নারী ইউরোর চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৪৯ এএম

আবার নারী ইউরোর চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আবার নারী ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ইংল্যান্ড। গত রোববার রাতে সুইজারল্যান্ডের বাসেলে ইংল্যান্ড ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হয়। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের মেয়েরা।

দুই বছর আগে ফিফা নারী বিশ^কাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের। তাদের সেই শিরোপা হারানোর যন্ত্রণা তাড়া করেছে অনেক দিন। এবার ইউরোর ফাইনালে স্পেনকে হারিয়ে ওই হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পেরেছে ইংল্যান্ড নারী দল।

এ নিয়ে টানা দ্বিতীয়বার মহাদেশীয় প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইংলিশরা। ইউরোতে ইংল্যান্ডের আগে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল জার্মানির।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ছয়বার শিরোপা জিতেছিল জার্মান মেয়েরা। বাসেলের ফাইনালে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড।

ম্যাচের ২৫ মিনিটে মারিওনা কালদেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। ওনা ব্যাটলের ক্রসে হেডে দারুণ এক গোল করেন কালদেন্তে।

এ সময় বল-দখল ও আক্রমণেও এগিয়ে ছিল স্প্যানিশ মেয়েরা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইংল্যান্ডকে। বিরতির পর ৫৭ মিনিটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান অ্যালেসিয়া রুসো। হেডে গোল খাওয়ার জবাবটা ইংল্যান্ড হেডে গোল করেই দেয়। বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলির করা ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রুসো। এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুই দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম চার শটের তিনটিতেই গোল করতে ব্যর্থ হয় স্প্যানিশ মেয়েরা। যেখানে ইউরোর সেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অর জয়ী তারকা আইতানা বোনমাতিও আছেন। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ৪ শটের ২টিতেই গোল করে। ইংল্যান্ডের হয়ে পঞ্চম ও শেষ শটটি নেন কেলি। শিরোপা নির্ধারণী এই শটে কোনো ভুল করেননি ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড। দারুণ শটে কেলি বল জালে জড়াতেই উল্লাসে মাতে ইংলিশ মেয়েরা।

এর আগে ২০২২ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটা এসেছিল কেলির কাছ থেকে। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত কেলি নিজের নেওয়া শেষ শট সম্পর্কে বলেছেন, ‘আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম। আমি জানতাম বলটা জালে জড়াবে।’ ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক দলটির কোচ সারিনা ভাইগমান।

এ নিয়ে টানা তিনটি শিরোপা জিতলেন তিনি। দুটি ইংল্যান্ডের হয়ে এবং অন্যটি ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে। দারুণ এ কীর্তি গড়ার পর ভাইগমান বলেছেন, ‘আমরা বলেছিলাম, যেকোনো উপায়ে জিততে পারি। আমরা আবারও সেটা প্রমাণ করেছি। আমি দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত। এটা অবিশ্বাস্য’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!