বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৫:৫৪ পিএম

‘লামিন ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা অন্যায়’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৫:৫৪ পিএম

পেপ গার্দিওলা, লিওনেল মেসি, লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

পেপ গার্দিওলা, লিওনেল মেসি, লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার সিটি কোচ এবং বার্সেলোনার সাবেক কিংবদন্তি পেপ গার্দিওলা উঠতি তারকা লামিন ইয়ামালকে নিয়ে চলমান আলোচনার বিষয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইয়ামালের প্রতিভা স্বীকার করলেও তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করার প্রবণতা নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন।

গার্দিওলা বলেন, লামিন ইয়ামালকে নিজের মতো করে ক্যারিয়ার গড়তে দিন। ১৫ বছর খেলার পর বলা যাবে সে মেসির চেয়ে ভালো কি না। এখনই মেসির সঙ্গে তুলনা করাটা ভুল। এটা যেন কোনো চিত্রশিল্পীকে ভ্যান গঘের সঙ্গে তুলনা করার মতো।

তিনি আরও বলেন, হ্যাঁ, ইয়ামাল দারুণ প্রতিভাবান। কিন্তু মেসির কথা ভাবুন—একজন খেলোয়াড় ১৫ বছর ধরে ইনজুরি ছাড়াই প্রতি মৌসুমে ৯০টি গোল করছেন। 

এটা একেবারে আলাদা স্তরের ব্যাপার। এই ছেলেটাকে (ইয়ামাল) নিয়ে বাড়তি চাপ তৈরি করা ঠিক নয়।

সাক্ষাৎকারে যখন বার্সেলোনায় ফিরতে চান কি না—জিজ্ঞাসা করা হয়, তখন গার্দিওলা স্পষ্ট জানিয়ে দেন ওই অধ্যায় শেষ। খুব সুন্দর একটা সময় কেটেছে, কিন্তু সেটা এখন অতীত। 

গার্দিওলা আবার জিজ্ঞাসা করা হয় সভাপতি হিসেবে ফেরা? তথন তিনি বলেন না, আমি সেই ধরণের মানুষ নই।

সিটি থেকে বিদায়ের পর দীর্ঘ বিরতিতে যাবেন বলেও জানান তিনি। এক বছর, দুই বা পাঁচ, এমনকি দশও হতে পারে… আমি থামব।

সম্প্রতি শেষ হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করেন গার্দিওলা। টানা ১৩-১৪ ম্যাচ জিততে পারিনি। 

এটা আমার কোচিং ক্যারিয়ারে কখনও ঘটেনি। তবে এটা আমাদের জন্য একটা ধাক্কা ছিল।

তিনি আরও বলেন, প্রতিদিন আমি ১১ জন খেলোয়াড় বেছে নিই, মানে বাকিদের বলি ‘তোমরা ভালো না’। এই কারণে ড্রেসিংরুমে ঝামেলা হয়। তবুও আমি উপভোগ করি। যেদিন উপভোগ করব না, সেদিনই চলে যাব।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!