খেলাপি ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে করা মামলার তথ্য প্রতিবছর দুইবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংকগুলোর করা ও নিষ্পত্তি মামলার বিস্তারিত তথ্য প্রতিবছর ৩০ জুন ও ৩১ ডিসেম্বরভিত্তিক দুই দফায় জমা দিতে হবে। মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও একই সঙ্গে জমা দিতে হবে। এ তথ্য ব্যাংকগুলোকে হার্ড কপি ও সফট কপি দুভাবেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময় ব্যাংকগুলো থেকে নানা তথ্য সংগ্রহ করা হলেও অনেক ক্ষেত্রে একই ধরনের তথ্য একাধিকবার দিতে হয়। এতে সময় ও শ্রমের অপচয় হয়। এসব সমস্যা এড়াতেই তথ্য জমাদানে নতুন করে নিয়ম-কানুন ঠিক করা হয়েছে। এ ছাড়া ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য আগে হার্ড কপিতে জমা দিতে হতো, এখন তা আর লাগবে না। শুধু ইডিডব্লিউ পোর্টালে জমা দিলেই চলবে। একইভাবে আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্য আগে একাধিক বিভাগে জমা দিতে হতো, এখন তা কেবল ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দিলেই যথেষ্ট হবে।