সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৩১ এএম

এখনই কোচিংয়ে আসছি না: আকবর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৩১ এএম

এখনই কোচিংয়ে আসছি না: আকবর

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ^কাপজয়ী অধিনায়ক আকরব আলী। তার নেতৃত্বে ফাইনালে ভারতকে হারিয়ে দেশকে প্রথম বৈশ্বিক কোনো শিরোপা এনে দিয়েছিল টাইগার যুবারা। যুব বিশ্বকাপ দিয়ে লাইমলাইটে আসা আকবর এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে এইচপি কিংবা এ দলের হয়ে খেলছেন আকবর। ঘরোয়া লিগগুলোতে দাপটের সঙ্গে খেলার পাশাপাশি সস্প্রতি ইংল্যান্ড থেকে লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন তিনি। তবে এখনই কোচিংয়ে আসার কোনো পরিকল্পনা নেই আকবরের। আরও অনেক বছর খেলতে চান ক্রিকেট। তিনি জানান, ‘না, এখনই কোচিংয়ে আসছি না।’

আকবর আলী আরও অনেক দিন ক্রিকেট খেলতে চান। তিনি বলেন, ‘আল্লাহ সবকিছু ঠিক রাখলে, সুস্থ রাখলে আমি ইনশাআল্লাহ আরও অনেক বছর ক্রিকেট খেলব। এটা করেছি শুধু নিজের উন্নতির জন্য, নিজের কোচিংটা একটু ভালোভাবে যেন করতে পারি। নিজের ভুলগুলো যেন নিজেই ভালো বুঝতে পারি, এটার জন্যই শুধু করা।’ তাহলে কি কোচিংয়ের জন্যই এ দলের চলমান সিরিজে নেই আকবর? তিনি বললেন, ‘আমার এই কোচিং করার তারিখটা ছিল এই সময়ে, আর একটা ছিল অক্টোবরে। তো যেহেতু আমি আসলে এ দলে সিলেক্ট হইনি, ফ্রি ছিলাম, তাই বোর্ড থেকে ছুটি নিয়ে করেছি।

এখন না করলে অক্টোবর বা ডিসেম্বরে করতে হতো। ফ্রি থাকায় এখন করে ফেলেছি। এমন না যে ওটা রেখে এটা করেছি। খেলা তো অবশ্যই গুরুত্বপূর্ণ।’ গত মৌসুমে এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। আকবর ছিলেন নেতৃত্বে। এবারও তার লক্ষ্য শিরোপা জয়, ‘প্ল্যানিং চলছে এনসিএলের দল নিয়ে।

আগে থেকেই চলছিল, আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। বেশ কিছু ক্রিকেটার শুরু করেছে, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য ফাইট করব আমরা ইনশাআল্লাহ।’ আসন্ন এনসিএলে রংপুর দলে যোগ দিচ্ছেন নাসির হোসেন। যে কারণে উচ্ছ্বসিত অধিনায়ক আকবর। তিনি বলেন, ‘দেখেন, নাসির ভাই কিন্তু আমাদের অনেক ভাইটাল খেলোয়াড়। উনি ব্যাটিং করেন, বোলিং করেন। দলে অলরাউন্ডার থাকলে দলের ব্যালেন্সটা ঠিক হয়। তিনি যদি ফিট থাকেন, তাহলে অবশ্যই আমাদের দলের জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট।’

রূপালী বাংলাদেশ

Link copied!