শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নোয়াখালী ও ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:০০ পিএম

‘মব’ তৈরি করে তিন  কিশোরকে মারধর  নিহত ১

নোয়াখালী ও ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:০০ পিএম

‘মব’ তৈরি করে তিন  কিশোরকে মারধর  নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে মব তৈরি করে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মো. রিহান মাহিন নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় তার দুই বন্ধু মানিক ও রাহাত। 

গতকাল শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, আগের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে মব তৈরি করে পেটানো হয়েছে। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নিহত কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে তাদের পেটানো হয়েছে। এ ঘটনায় মাহিনের দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত মাহিন বাবার মুদিদোকানে সহযোগী হিসেবে কাজ করত। গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল। ৩টার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর এ তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে যুবকেরা তাদের ধরে এনে ওপর আনেন। এরপর তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে ‘মব’ তৈরি করে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ‘ওই তিন কিশোর নগরে বেড়াতে গিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিল। ঘটনার পরপরই অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করা হয়েছে। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। পরিবারকে মামলা করতে বলা হয়েছে’। 

তিনি আরও বলেন, ‘একই গ্রামের যুবকেরা হামলা করায় এটিকে গণপিটুনি বা চোর সন্দেহ মনে হচ্ছে না। তাদের মধ্যে হয়তো কোনো বিরোধ বা শত্রুতা থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে’। এদিকে দুপুরে মাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহতদের পরিবার অভিযোগ করেছেন, তিন কিশোর কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাদের ওপর বিনা কারণে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তেজিত জনতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

হাতিয়ায় চোর সন্দেহে পিডিবির দুই কর্মীকে পিটুনি, একজনের মৃত্যু নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলে লোকমান হোসেন (৩৫) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের আসাদনগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত লোকমান হোসেন শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় প্রায় ১৬০ কেজি মালামাল স্থানীয় ভাঙারি ব্যবসায়ী দুলালের দোকানে বিক্রি করতে যান লোকমান ও মোস্তাফিজ। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজসহ কয়েকজন তাদের চোর সন্দেহে আটক করে দোকানের ভেতরে রশি দিয়ে বেঁধে রাখেন।

একপর্যায়ে তারেক লোহার দ- দিয়ে লোকমানকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করলেও কিছুক্ষণ পরেই লোকমানের মৃত্যু হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।’ 

তিনি আরও জানান, পিডিবি, ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৬০ কেজি মালামাল।


 

রূপালী বাংলাদেশ

Link copied!