দেশীয় শোবিজের তরুণ তুর্কীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ে অনবদ্য অভিনয় আর মায়াবী রূপের ঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন এ তারকা।
একের পর এক নাটক উপহার দেওয়ার মধ্য দিয়ে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে।
বলাই যায়, ক্যারিয়ারের আকাশে মেঘের ভেলায় ডানা মেলে ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু এ তারকা কখনো ভাবেননি শোবিজের ঝলমলে দুনিয়ার আলো ছড়াবেন।
ছোটবেলা থেকে তটিনীর ইচ্ছা ছিল গাইনি ডাক্তার হবেন। মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন, সুযোগ পান নীলফামারী মেডিকেলে পড়ার। কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিকেলে পড়ার। সেই সুযোগ না হওয়ায় মেডিকেলে পড়া হয়নি। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।
পড়াশোনার মধ্যেই সুযোগ পান শোবিজে কাজের। শুরুটা হয়েছিল ছয় বছর আগে বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ওয়েব ফিল্ম, ধারাবাহিক নাটকে কাজ করেন। কাজ করেছেন বড় পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে। বড় পর্দাতেও অভিষেক হলেও তিনি থিতু হয়েছেন নাটকে।
অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও এখন নাটকেই থাকতে চান তিনি। তটিনী জানালেন, বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছি না। কারণ, বড় পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি, বেশি দিন হয়নি। নাটকে আমার আরও দর্শক হোক। ভালো গল্প, শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ হলেই বড় পর্দায় কাজ করব। সেটি আরও পরে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন