ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার নাগরিক এম এস কারেন পেতুলা স্টাফেল নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ হওয়া কোকেনের বাজার মূল্য অন্তত ১৩০ কোটি টাকা। গত সোমবার রাত ২টার দিকে ৮ দশমিক ৬৬ কেজি ওজনের কোকেনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (শাহজালাল বিমানবন্দর) উপপরিচালক সেলিনা আক্তার বলেন, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছেনÑ এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সতর্কতা জারি করি। পরে ওই নারীযাত্রী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে পেতুলার লাগেজ থেকে প্লাস্টিকের তিনটি বাক্স পাওয়া যায়। পরে বাক্সের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারে আবদ্ধ ৮ দশমিক ৬৬ কেজি ওজনের কোকেন জব্দ করা হয়। এই কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তা, উপপরিদর্শক ও সিপাহিদের তৎপরতায় দেশের অভ্যন্তরে এ বিশাল মাদক চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। চোরাচালানের অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টম অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, পেতুলা স্টাফল নামের যে নারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ গ্রেপ্তার করা হয়েছে, একই অপরাধে তাকে নিজের দেশ গায়ানায় জেল খাটতে হয়েছিল। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর গায়ানার চেদ্দি জাগান আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ১৪২ কেজি (২ দশমিক ৫ পাউন্ড) কোকেনসহ ধরা পড়েছিলেন স্টাফল। দোষ স্বীকার করে নিলে দেশটির আদালত তাকে চার বছরের কারাদ- এবং ২৩ লাখ ডলার জরিমানা করেছিল। কিন্তু জামিনে বেরিয়ে আবারও মাদক পাচারে জড়িয়েছেন ওই নারী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন