সাশ্রয়ী বাজেটে ‘রেডমি ১৫সি’ বাজারে এনেছে শাওমি, যেটির ব্যাটারি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। এ ছাড়াও রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট। ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। পাশাপাশি ডিভাইসটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। শাওমির রেডমি ১৫সি স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর।
ডিভাইসটির নিরাপত্তা সুরক্ষায় রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। এ ছাড়া পানির ছিটেফোঁটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং। হালকা, পাতলা ও নান্দনিক ডিজাইনের এ স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু- এ তিনটি আকর্ষণীয় কালারে দেশের সকল শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র?্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৪৯৯ টাকা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন