ময়মনসিংহের ফুলপুরে নদীতে বিলীন হতে চলেছে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে মালিঝি নদীর তীরে দনারভিটা গ্রামে অবস্থিত। ১৯৮২ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিকসহ ৩ জন শিক্ষক রয়েছেন। পার্শ্ববর্তী ৫টি গ্রামের শিশুদের শিক্ষা গ্রহণের একমাত্র ভরসা এ বিদ্যালয়টি নদীতে পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি ভারি বৃষ্টিতে নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে নদীভাঙন বিদ্যালয় ভবন স্পর্শ করেছে। ভবনটি নদীতে ধসে পড়া এখন শুধু সময়ের ব্যাপার। কিছুক্ষণ পর পর নদীর পাড় পানিতে ভেঙে পড়ছে। এ কারেণে ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, কয়েক বছরে ক্রমাগত নদীর ভাঙন বিদ্যালয়ের একেবারে কাছে চলে এসেছে। তা সত্ত্বেও বিদ্যালয়টি রক্ষায় বা নদীর ভাঙনরোধে প্রশাসন বা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। বিদ্যালয়টি নদীতে বিলীন হলে এলাকার ৫ গ্রামের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।
তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম জানান, বিদ্যালয়ে নিয়মিত প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। তবে নদীভাঙনের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে ১০৬ জনে দাঁড়িয়েছে।
সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার জানান, এলাকার গুরুত্বপূর্ণ বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ বেগমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, তিনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। বিদ্যালয়টি বাঁচিয়ে রাখতে তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন