দেশের স্বনামধন্য রাবার ইন্ডাস্ট্রিজ ফেমাস রাবারের কর্ণধার মাহবুবুল আলম (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবুল আলম লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দানশীল ও শিক্ষানুরাগী মরহুম হাজী আলতাফ আলীর সেজো ছেলে।
একসময়ে বিটিভিতে ‘রূপসা হাওয়াই চপ্পল’ নামে যে বিজ্ঞাপন প্রচারিত হতো সেই রূপসা রাবার গ্রুপের ফেমাস রাবার ইন্ডাস্ট্রিজের মালিক তিনি।
মাহবুবুল আলমের ভাগ্নে আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত ৯টায় লাকসামের আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মাহবুবুল আলমের মৃত্যুতে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিরা শোক প্রকাশ করে বলেন, মাহবুবুল আলম সত্যিকার অর্থে একজন শিল্পপতি ছিলেন। তিনি সফল শিল্পোদ্যোক্তা, মানবতাবাদী ও দানশীল হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তার মতো গুণী ব্যক্তির শূন্যতা পূরণ হওয়ার নয়। মহান রব তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন