ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের কয়েকটি বিল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার আলগী ইউনিয়নের শুকনী বিল, পাঁচবাড়িয়া বিলে অভিযান চালিয়ে ৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান,
ভাঙ্গা থানার এস আই কবির হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেপাল চন্দ্র ম-ল, ইশতিয়াক আহমেদ অন্তর, সোহেল চোকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা। এ অভিযান পরিচালনা বিষয়ে ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন