নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টিউমারের ভারে থমকে যাওয়া শিশু মুকাব্বির হোসেন রানার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য শিশু মুকাব্বিরকে ঢাকায় নেওয়ার কথা জানিয়েছেন তার একটি প্রতিনিধিদল। শিশুটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামের আ. হান্নান ও নাছিমা দম্পতির দ্বিতীয় সন্তান।
শিশু মুকাব্বিরের বাড়িতে গিয়ে জানা যায়, দিনমজুর বাবার ঘরে মাথায় টিউমার নিয়ে জন্ম নেন শিশু মুকাব্বির। এরপর থেকেই থমকে যায় তার দুরন্তপনা। নয় মাস বয়সে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি তার কেটে খাওয়া বাবা। এনিয়ে গত (২২ আগস্ট) রূপালী বাংলাদেশ অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশ হয় সাত বছর বয়সি শিশু মুকাব্বিরকে নিয়ে। এরপর বিষয়টি নজরে আসে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের। পরে তার পাঠানো একটি প্রতিনিধিদল খোঁজখবর নিয়ে শিশুটির চিকিৎসার কথা জানান তিনি।
শিশুটির বাবা আ. হান্নান বলেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন বলেই ছেলের চিকিৎসা হচ্ছে। আর ব্যারিস্টার কায়সার কামাল আমার ছেলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আমার পরিবার সারা জীবন উনার জন্য দোয়া করবে। এতদিন শুধু শুনতাম তিনি অসহায় মানুষকে সাহায্য করেন, এখন বাস্তবে দেখলাম। সন্ধ্যায় (মঙ্গলবার) ঢাকায় যাব ছেলের চিকিৎসার জন্য, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এ বিষয়ে জানতে কথা হয় ব্যারিস্টার কায়সার কামালের প্রতিনিধিদলের আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, (মঙ্গলবার) সন্ধ্যায় মোকাব্বিরকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। দ্রুতই এই চিকিৎসা শুরু হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন