সুদানের চলমান গৃহযুদ্ধের তৃতীয় বছরে ভয়াবহ ঘটনাটি ঘটল। দেশটি এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যেই দারফুরের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে দাবি করেছে ওই এলাকার নিয়ন্ত্রণকারী বিদ্রোহীগোষ্ঠী। সোমবার রাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির (এসএলএম/এ) এক বিবৃতির বরাতে দারফুরের মাররা পর্বত এলাকায় ভূমিধসের খবর জানায়। বিদ্রোহীগোষ্ঠীর ভাষ্য অনুযায়ী, কয়েক দিনের টানা ভারি বৃষ্টির পর রোববার ভূমিধস শুরু হয়।
এতে পুরো গ্রাম সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। মাত্র একজন মানুষ বাঁচতে পেরেছেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রামের সব বাসিন্দা, সংখ্যায় আনুমানিক এক হাজারের বেশি নিহত হয়েছেন। শুধু একজন বেঁচে আছেন।’ বিদ্রোহীরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নিহতদের মরদেহ উদ্ধারে সহায়তা করার জন্য তারা আহ্বান জানায়। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও তারা উল্লেখ করেছে। রয়টার্স জানায়, উত্তর দারফুর প্রদেশে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ থেকে পালিয়ে আসা বহু মানুষ আশ্রয় নিয়েছিল মাররা পর্বতে। কিন্তু সেখানে খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন