বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:২৮ পিএম

শ্বশুরবাড়ি থেকে ইজিবাইক উদ্ধার, জামাই গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:২৮ পিএম

গ্রেপ্তার শফিউল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার শফিউল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনট থেকে শফিউল ইসলাম শাফি (৩৬) নামে এক ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই গ্রামে তার শ্বশুর মোশাররফ হোসেনের বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট দিনাজপুরের ঘোড়াঘাট থানার ফুটানি বাজার থেকে ইজিবাইকটি ছিনতাই করা হয়।

শফিউল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে যাত্রী নিয়ে বের হন স্থানীয় ইজিবাইক চালক আপেল উদ্দিন মণ্ডল। এ সময় স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ঘুরতে যাওয়ার জন্য ইজিবাইকটি রিজার্ভ ভাড়া করেন। স্বপ্নপুরী পার্ক ঘুরে ফেরার পথে ওই দম্পতি চালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

তিনি জানান, একপর্যায়ে তারা চালককে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ও অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যান। পরে ইজিবাইক মালিক বাদী হয়ে তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এক প্রশ্নের জবাবে ওসি আরও জানান, গ্রেপ্তার শফিউল ইসলামকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!