স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই। ইএফইর প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ১৭ জনকে জীবিত অবস্থায় এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অন্তত ৭৫ থেকে বাকিরা এখনো নিখোঁজ আছেন।
বেঁচে থাকা যাত্রীরা জানান, তিন দিন আগে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার উদ্দেশ্যে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে জাহাজে উঠেছিলেন তারা। কিন্তু জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচোট থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে মৌরিতানিয়া উপকূলে আসার পর ডুবে যায়। জাহাজটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী ছিলেন। আফ্রিকা থেকে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। এটি আটলান্টিক সাগরের এমন একটি রুট যার একপ্রান্তে আফ্রিকা, অন্যপ্রান্তে ক্যানারি দ্বীপপুঞ্জ।
এই দ্বীপপুঞ্জ থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ। ২০২৪ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী, কিন্তু একই সময়ে বিপদশঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন