গ্রাহকসেবা বৃদ্ধিকল্পে তাৎক্ষণিক আন্তঃব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে এনপিএসবি-আইবিএফটি (এনপিএসবি ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন