যুব নেতৃত্বকে উৎসাহিত করা, জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় যুব সম্মেলন-২০২৫। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের যুব নেতৃত্বাধীন সংগঠনের দুই শতাধিক যুবক অংশগ্রহণ করেন। সম্মেলনে তিনটি প্যানেল আলোচনায় যুবা নেতৃত্বরা কাজ করতে গিয়ে তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাৎক্ষণিক এসব সমস্যা সমাধানের উপায় ও সমাধানের আশ্বাস দেন প্যানেল আলোচকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ওয়াই-মুভস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ‘যুব কর্মসংস্থান, অংশগ্রহণ ও অধিকার’, জলবায়ু ন্যায়বিচার ও যুব নেতৃত্ব এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি শিরোনামে প্যানেল আলোচনা হয়। আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের সমন্বয়, তথ্যপ্রাপ্তি ও কৌশলগত যোগাযোগ নিশ্চিত করা, উদ্যোক্তাদের জন্য টেকসই সহায়তা কাঠামো তৈরি, মেধাভিত্তিক নিয়োগ প্রচলন এবং প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সর্বসম্মতভাবে তারা নীতি প্রণয়নে তরুণদের কণ্ঠস্বর প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে বাংলাদেশের কর্মসংস্থানের ভবিষ্যৎ আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হয়।
আলোচনার বিভিন্ন সময়ে অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন মনিটরিং ও যুব সংস্থার পরিচালক এ. হামিদ খান, পরিবেশ অধিদপ্তরের বায়ু মান ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হক, সেন্টার ফর পলিসি ডায়লগের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সৌর্য্যা তালুকদার, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান, ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম সিনিয়র ম্যানেজার দিতিপ্রিয়া রায় চৌধুরী প্রমুখ। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, নেটওয়ার্কিং সেশন অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা ও ভাববিনিময়ের সুযোগ তৈরি করে।