চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. হান্নানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ফতেপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই হামলার ঘটনায় করা মামলার এজাহারে তার নাম ৫৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী হলেন এই হান্নান।
এই ঘটনার পর থেকে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। বুধবার হাটহাজারী মডেল থানা পুলিশ এই মামলার এজাহারভুক্ত তিন জন এবং তদন্তে প্রাপ্ত পাঁচ জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে।
সেই মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় এক হাজার জনকে আসামি করা হয়।