ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গত বুধবার রাতে এই ঘটনা ঘটে, তবে এসময় বাসের হেলপার পালিয়ে যায়। আটককৃতরা হলেন, বাসচালক সজিব এবং সুপারভাইজার হাকিম। পলাতক হেলপারের নাম আকাশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর থেকে ঢাকাগামী 'পদ্মা ট্রাভেলস'-এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৮০) বুধবার রাতে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় যাত্রী নামিয়ে দেয়।
এরপর বাসে শুধু ১৫ বছর বয়সী সাদিয়া ও ১৩ বছর বয়সী মুক্তা নামের দুই কিশোরী যাত্রী হিসেবে থেকে যায়। এই সুযোগে চালক, সুপারভাইজার এবং হেলপার বাসটিকে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় কিশোরীরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা বাস থেকে কিশোরীদের উদ্ধার করেন এবং চালক ও সুপারভাইজারকে আটক করে গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দেন। এই সুযোগে বাসের হেলপার আকাশ পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।