ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

৭ দফা দাবিতে উত্তাল চবি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:১৪ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ ৭ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল বের হয়। মিছিলটি কাটা পাহাড় রোড প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেনÑ ‘এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়’, ‘যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না’, ‘আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে’ ইত্যাদি।

সমাবেশে আন্দোলনকারীরা সাত দফা দাবি উপস্থাপন করেন। তারা জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব এড়িয়ে গিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং প্রশাসনের ব্যর্থতা স্বীকারের দাবি জানান। পাশাপাশি ২ নম্বর গেটের বাসা ছেড়ে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের উন্নত চিকিৎসা প্রদান এবং আশ্রয়হীন শিক্ষার্থীদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার আহ্বান জানান।