ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

মানবতার ফেরিওয়ালা

গিয়াস উদ্দীন ইমন
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:২৮ এএম
কবিতা

মানবতার ফেরিওয়ালা
গিয়াস উদ্দীন ইমন

মানবতাহীন মানুষ তুমি 
বেঞ্জামিন নেতানিয়াহু, 
বিনাদোষে মারছে গাজার মানুষ বহু। 
ধিক্কার ধিক্কার তোমায়-নেতানিয়াহু 
নিরপরাধ মানুষ হত্যা হচ্ছে বহু। 
ঘৃণিত মানবতাহীন অমানুষ তুই, 
বিবেক বুদ্ধি গেল কই। 
ইসরায়েলের যুদ্ধের কারণে-
ফিলিস্তিনবাসী আজ বিপন্ন, 
গাজার নারী-শিশু মরছে অভাবে অন্ন, 
আমাদের মানুষ প্রাণ 
কেন হবে নিরেট পাষাণ 
যুদ্ধের কারণে গাজাবাসীর জীবন খান খান, 
বিশ্বমানবতা আজ অম্লান। 
অন্নাভাবে গাজার শিশুরা হচ্ছে কঙ্কাল, 
ইসরায়েলের নিকট গাজাবাসী শুধুই জঞ্জাল। 
মুসলিমবিশ্ব নিশ্চুপ কেন- 
দেখে গাজাবাসীর কষ্ট, 
সত্যের মানবতা উচ্চারিত হচ্ছে গণজারণের অষ্ট। 
জন্মিলে মরিতে হবে সত্য,
নীরবে দেখছে সব ঈশ্বরের ভক্ত।   
এর চেয়ে আর লিখব না ইসরায়েলের কথা,
মনের ভাব প্রকাশ করে বন্ধ করলাম খাতা।