কঙ্কালসার
তুহীন বিশ্বাস
পুড়ে ছাই হয়ে তীব্র ঘূর্ণন বাতাসে ছিন্নভিন্ন আল্পনা
পুরোনো মরিচাধরা কিছু ক্লান্তি ঝরে পড়ে নোনা জলে,
ফুরফুরে মেজাজের অধিকাংশ স্বপ্ন অনিশ্চিত গন্তব্যে;
মেঘেরা হাসে ব্যর্থতায় নেতিয়ে পড়া দাম্ভিকের পরাজয়ে।
নতুন সকাল, অস্পষ্ট অতীত, পুরোনো সূত্রে ঘাসের শিশির
ধুলো কাদায় মাখা অস্বস্তিতে পুনর্গঠন প্রক্রিয়ার স্তরগুলো,
অতিউৎসাহী উত্তরসূরি...
নির্বিঘেœ পূর্বসূরির রেখে যাওয়া বীজ প্রতিস্থাপনে ব্যস্ত;
পোশাক বদলায় বিদেশি পারফিউমে নির্ভরশীল চরিত্রে।
ঘর পোড়ে, কেউ আলু পোড়ায়, কেউ বা হিসাব কষে লাশের
ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে হাস্যজ্বল বেওয়ারিশ কুকুরগুলো,
অস্তিত্ব সংকটে বর্তমান, কর্তৃত্ববাদীর রক্তচক্ষু বড্ড নিষ্ঠুর;
মৃত্যুর প্রহর গুনে ক্লান্ত পথিক আজ বিভৎস কঙ্কালসার।