ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

শূন্যতার অন্তরালে 

মুহাম্মদ রফিক ইসলাম 
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৩৬ এএম
কবিতা

শূন্যতার অন্তরালে 
মুহাম্মদ রফিক ইসলাম 

তাকে ফেরাতে চেয়েছিলাম 
পারিনি
চেষ্টা প্রচেষ্টার সমূহ সামর্থ্য দিয়েও 
ব্যর্থ হয়ে গেছে আমার সমস্ত আকুতি 
শর্তহীন সমর্পণ...
তার চোখে হয়তো এখন পশ্চিমের দুনিয়া 
অপার্থিব মোহ, নেশাধরা সম্মোহন
অথচ জলের ছায়ায় খসে পড়ে
হলুদ বিকেলের মেঘঢাকা মুখ
তাকে বলতে চেয়েছিলাম 
পারিনি
শরতের কাশফুল বনে শূন্যতার অনল ঢুকে
বিদগ্ধ যখন হৃদয়ের রঙিন আকাশ