শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৪৪ এএম

অভিনয় আমার পেশা ও নেশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৪৪ এএম

নাদিয়া আফরিন মিম

নাদিয়া আফরিন মিম

২০১৪ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে নাম লেখান অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। পাশাপাশি করছিলেন উপস্থাপনাও। অল্প সময়েই তিনি পান দর্শকপ্রিয়তা। প্রায় এক বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। বিরতি পেরিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এতে তার সহশিল্পী দিলারা জামান ও চিত্রনায়ক নিরব হোসেন। অনিক বিশ্বাস পরিচালিত এই বিজ্ঞাপনটি খুব শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি।

মিম রূপালী বাংলাদেশকে বলেন, ‘কাজটি ভালো হয়েছে। আমাদের কাজের সময় অনেক বাধা-বিপত্তি আসে, কখনো আবহাওয়া, কখনো টেকনিক্যাল সমস্যার কারণে। কিন্তু আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম, বিশেষ করে নিরব ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। এটি সত্যিই দারুণ অভিজ্ঞতা।’

অভিনেত্রী তার দীর্ঘ বিরতির প্রসঙ্গে বলেন, ‘ইন্ডাস্ট্রির মানুষজন এবং দর্শকরাও জানেন, আমি ব্যক্তিগত কারণে প্রায় এক বছর বিরতিতে ছিলাম। কয়েক মাস ধরে কাজ শুরু করেছি এবং এই ব্যস্ততাকে আমি খুব উপভোগ করছি। অভিনয় আমার পেশা নয়, এটি আমার নেশা। তাই যতটুকু কাজ করছি, সেটিই আমাকে আনন্দ দেয়।’

বর্তমানে মিম একক নাটক ও একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। সামনে বেশ কয়েকটি টিভিসির কাজ করবেন। আগের করা কয়েকটি কাজ শিগগিরই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তিনি।

নিজের অবস্থান ও সহকর্মীদের সাফল্য নিয়ে মিম বলেন, ‘নিজের জায়গা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। যদিও আমি কখনো কখনো ব্যর্থ হই, তবে আমি যে কারো সাফল্য দেখলে খুশি হই। বিশেষ করে আমার পরিবারের সাফল্য আমাকে বেশি আনন্দ দেয়। সহকর্মীদেরও আমি আমার পরিবার মনে করি।’

সিনেমায় কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রায় ১১ বছর ধরে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ বড় পর্দায় কাজ করব। আগে আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না। বড় পর্দা মানে বড় কাজ, বড় দায়িত্ব। এখন আমারও ইচ্ছে বড় পর্দায় কাজ করার।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!