নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় ৮ বছরের একটি শিশুর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু মুরসালিন মিয়া ওই এলাকার মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার থেকে নিখোঁজ থাকা শিশুকে প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) বলাৎকারের পর হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখে। ঘটনার পর থেকে মমিনুল পলাতক রয়েছে। তার পরিবারের সদস্যরা তাকে আত্মগোপনে সাহায্য করার অভিযোগে আটক হয়েছেন।
নাগেশ্বরী থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন এবং প্রতিবেশী নজরুল ইসলাম ও স্ত্রী মনজু বেগমকে আটক করা হয়। উদ্ধারকালে বিক্ষুব্ধ জনতা মমিনুলের বাড়ি ও নানার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, তবে অনেক সম্পদ ধ্বংস হয়ে যায়।
ওসি রেজাউল করিম রেজা জানান, এই ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন