বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মিষ্টি সুরের জাদুকরী কণ্ঠের কারণে দেশের কোকিলকণ্ঠী গায়িকা হিসেবেও নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত করেছেন এই ‘লিভিং লেজেন্ড’। গত ৪ সেপ্টেম্বর ছিল সুরের রানী সাবিনা ইয়াসমীনের ৭২তম জন্মদিন।
শিল্পীর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত রোববার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক একক সংগীতানুষ্ঠান, নাচ, তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা, সম্মাননা ও সংবর্ধনা প্রদানসহ জমকালো আয়োজনে সাজানো ছিল মনোজ্ঞ এই আসর। এদিন গানে গানে মুগ্ধতা ছড়ান এই গায়িকা।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন এবং তার হাতে রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন