মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:২৩ এএম

জয়ে ফিরল জার্মানি স্পেনের গোলোৎসব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:২৩ এএম

জয়ে ফিরল জার্মানি  স্পেনের গোলোৎসব

ইউরোপিয়ান বিশ^কাপ বাছাইপর্বে জয়ে ফিরেছে জার্মানি। আগের ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে গিয়েছিল তারা। সেই হারের ক্ষত সারিয়ে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানি ৩-১ গোলে হারায় নর্দার্ন আয়ারল্যান্ডকে। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের পর জয়ের মুখ দেখল জার্মানরা। গত ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনে বিরতির আগে সাদামাটা থাকলেও দ্বিতীয়ার্ধে জ¦লে উঠেছিল তারা। ৭ মিনিটে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন সার্জ জিনাব্রি। ৩৪ মিনিটে সমতা ফিরিয়েছিলেন ইসাক প্রাইস। নাদিম আমিরির ৬৯ মিনিটের গোলে আবার এগিয়ে যায় জার্মানরা। এরপর ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভির্তৎজের অসাধারণ ফ্রি কিকে ৩-১ ব্যবধানের জয় পায় জার্মানি। ম্যাচ শেষে ভির্তৎজে বলেছেন, ‘আগের ম্যাচটা আমাদের জন্য ভয়ংকর ছিল। আজ আমরা ভালো করার চেষ্টা করেছি। পারফরম্যান্স খারাপ ছিল না, এখান থেকে আরও ভালো কিছু করা যাবে।’ ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। সমান ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে নর্দান আয়ারল্যান্ড দুইয়ে ও জার্মানি আছে তিনে।

এদিকে, বিশ^কাপ বাছাইয়ের আরেক ম্যাচে তুরস্ককে ৬-০ গোলের মালা পরিয়েছে স্পেন। তাদের পক্ষে হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো। জোড়া গোলে আলো ছড়ালেন পেদ্রি। অপর গোলটি ফেরান তরেসের। এবারের বিশ^কাপ বাছাইয়ে দুই ম্যাচেই চার গোল মেরিনোর। জাতীয় দলের হয়ে আর্সেনাল মিডফিল্ডারের গোল হলো আটটি। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ করে পয়েন্ট নিয়ে জর্জিয়া দুইয়ে ও তুরস্ক আছে তিনে। ম্যাচ শেষে মেরিনো বলেছেন, ‘আমি আনন্দিত, কারণ দল জিতেছে, পয়েন্ট ৬ হয়েছে, নিজে ভালো খেলেছি, তিনটি গোলও করতে পেরেছি। এটা খুব সাধারণ কোনো অর্জন নয়। এটা আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।’

অন্যদিকে, ফন পার্সির সঙ্গে যৌথভাবে নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা ছিল মেমফিস ডিপাইয়ের। রবিবার রাতে বিশ^কাপ বাছাইয়ে লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করে পার্সিকে ছাড়িয়ে গেলেন ডিপাই। ডাচদের হয়ে ১০২ ম্যাচে ৫০ গোল ফন পার্সির। ১০৪ ম্যাচে ডিপাইয়ের গোল এখন ৫২টি। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড। অপর ম্যাচে পোল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে।

ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ের ফল

জার্মানি ৩ : ১ নর্দার্ন আয়ারল্যান্ড

তুরস্ক ০ : ৬ স্পেন

লিথুয়ানিয়া ২ : ৩ নেদারল্যান্ডস

বেলজিয়াম ৬ : ০ কাজাখস্তান

পোল্যান্ড ৩ : ১ ফিনল্যান্ড

রূপালী বাংলাদেশ

Link copied!