ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম আলোচিত এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ চরমে রয়েছে।
এ নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী ভিপি পদে দাঁড়ানো উমামা ফাতেমা। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত উমামা ফাতেমা তার পদপ্রার্থী হওয়ার কারণ সম্প্রতি প্রকাশ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টে তিনি বলেন, ২৪ সালের ৫ আগস্টের পর নারীদের যে প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, তা অনেক ক্ষেত্রে নষ্ট করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় যোগ্য ও ক্ষমতাসম্পন্ন নারীদের আসার কথা থাকলেও বিভিন্ন ট্যাগ বা নীতিমালা ব্যবহার করে তাদের সাইডলাইন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের সময়ও নারী শিক্ষকদের নানাভাবে পিছিয়ে রাখা হয়েছে।
উমামা ফাতেমা আরও বলেন, ভিপি পদে দাঁড়ানোর মূল কারণ হলো হারিয়ে যাওয়া নারীদের ভয়েসকে তুলে ধরা। আমি জানি, গত ছয় বছরে এ জায়গায় আমরা কতটা সংগ্রাম করেছি। জুলাই মাসে জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছি, তবে সেই সংগ্রামের পরও নারীদের স্বীকৃতি বা তাদের প্রতিনিধিত্ব পুরোপুরি হয়নি। তাই ভিপি পদে দাঁড়াচ্ছি, যেন এই হারানো ভয়েসগুলো ডাকসুতে প্রবেশের সুযোগ পায়।
তিনি বলেন, এই নির্বাচনে ভিপি পদে দাঁড়ানো মানে শুধু একটি পদ জেতা নয়। এটি আত্মসম্মানের জায়গা থেকে আমাদের সংগ্রামের ফলস্বরূপ নারীদের হারিয়ে যাওয়া প্রতিনিধিত্ব ফিরিয়ে আনা। অন্য কোনো পদে নয়, ভিপি পদে দাঁড়ানোই সেই চেষ্টা বাস্তবায়নের উপযুক্ত মাধ্যম।
উমামা ফাতেমা আশা প্রকাশ করেন, ভিপি পদে নির্বাচিত হলে আমরা গত এক বছরে নারীদের সাইডলাইন হওয়া ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৈষম্যের প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হব। এটি শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং আন্দোলনে অংশ নেওয়া সকল সাধারণ শিক্ষার্থীরও স্বীকৃতি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন