এশিয়া কাপের মেগাইভেন্টের আগে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারায় তারা। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান এশিয়া কাপে খেলতে যাচ্ছে। শারজার মাঠে আফগানদের বড় ব্যবধানে হারানোর নায়ক হ্যাটট্রিকম্যান মোহাম্মদ নেওয়াজ। তার ক্যারিয়ারসেরা বোলিংয়েই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। প্রথম ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে পাকিস্তানিরা। ফখর জামান ও অধিনায়ক সালমান আলি আঘা শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি। ফখর ২৭ ও সালমান ২৪ রান করেন।
ব্যাট হাতেও নজর কাড়েন নেওয়াজ। ২৫ রান করেন তিনি। ফাহিম আশরাফের সঙ্গে মিলে দলকে ১৪১ রানের পুঁজি এনে দেন তিনি। আফগান বোলারদের মধ্যে অধিনায়ক রশিদ খান ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ও নুর আহমেদ ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। নতুন বলে তাদের ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে আউট করেন তিনি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় আফগানিস্তান।
শারজার উইকেটে বাঁহাতি স্পিনার নেওয়াজের কোনো জবাব ছিল না আফগান ব্যাটসম্যানদের কাছে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দারওয়াইশ রাসুলিকে আউট করেন নেওয়াজ। পরের বলে ফেরান আজমাতউল্লাহ ওমরজাইকে। অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেওয়াজ। ওপেনার সাদিকউল্লাহ অটল ও রশিদ ছাড়া আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন নেওয়াজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সেরা বোলিংয়ের রেকর্ড। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নেন। শাহিন নেন একটি উইকেট। পাকিস্তানি বোলারদের দাপটে ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন