ময়মনসিংহের নান্দাইলে-১ নম্বর বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ এবং অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আয়োজনে স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অযোগ্য ও আওয়ামী দোসরদের দিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ এবং অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম, বিএনপি নেতা জুয়েল মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মাস্টারসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন