আবার ইউএস ওপেনের শিরোপা জিতলেন আরিনা সাবালেঙ্কা। নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন এই বেলারুশ টেনিস তারকা। এ নিয়ে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরে তুললেন সাবালেঙ্কা। টানা দুই ফাইনালে হারের পর এবার জয়ের হাসি হাসলেন ২৭ বছর বয়সি তরুণী। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরে শিরোপা-বঞ্চিত হয়েছিলেন সাবালেঙ্কা। এবার ইউএস ওপেনে শিরোপা উঁচিয়ে ধরলেন তিনি।
২০২৪ সালে ফ্ল্যাশিং মিডোয় ট্রফি হাতে তোলা সাবালেঙ্কা শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন। টুর্নামেন্ট-জুড়ে ভালো খেলেন এই টেনিস তারকা। তবে আগে দুটি ফাইনালে হারের দুঃস্মৃতি থাকায় কিছুটা অস্বস্তিতেই ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভাও তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বেশ। দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। এতে জিতে নেন ক্যারিয়ারের টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। ফাইনাল শেষে সাবালেঙ্কা বলেন, ‘ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক।
কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।’ অন্যদিকে, চলতি বছর দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল হারলেন আনিসিমোভা। উইম্বলডনেও ফাইনালে হেরেছিলেন ২৪ বছর বয়সি এই টেনিস-কন্যা। আনিসিমোভার প্রতি শুভকামনা জানিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি জানি, ফাইনাল হারলে কতটা কষ্ট হয়। কিন্তু এই বেদনাদায়ক হারের পরেই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন