ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর সামনে এলইডি স্ক্রিনে দেখানো হয় ভোট গণনা। গতকাল মঙ্গলবার ৪টায় ভোট গ্রহণ শেষে বিকেল পৌনে ৫টার দিকে ভোটকেন্দ্রের বাইরে থাকা এলইডি স্ক্রিন চালু করা হয়। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সবার দৃষ্টি ছিল এলইডি স্ক্রিনে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন না উঠে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট গণনার প্রতিটি মুহূর্ত দেখতে পাবেন। এটি নির্বাচনের গ্রহযোগ্যতা ও বিশ্বস্ততা বাড়াবে। ভোট গণনা শেষে রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
এর আগে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন গতকাল বিকেলে জানিয়েছিলেন, ডাকসু ও হল সংসদের ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। তবে ঠিক কতটি এলইডি স্ক্রিন বসানো হবে, তা জানাননি তিনি।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ডাকসুর নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সকালে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। আবার ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের উপস্থিতিতেই তা সিলগালা করা হয়। ভোটের কার্যক্রমকে স্বচ্ছ করতে সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ানোও হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন