বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জুবায়ের আহমেদ, লন্ডন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:২৬ এএম

‘গ্রিন সিগন্যালের’ আশায় নেতাদের লন্ডন সফর

জুবায়ের আহমেদ, লন্ডন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:২৬ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ধরেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠপর্যায়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। নিজ নিজ এলাকায় দলীয় নেতারা মনোনয়নের আশায় প্রচারের পাশাপাশি দলের হাইকমান্ডে লবিং অব্যাহত রেখেছেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করায় তার কাছ থেকে দোয়া তথা গ্রিন সিগন্যালের আশায় সাক্ষাতের জন্য আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ৩১ দফা বাস্তবায়নে এলাকায় কাজ করা ছাড়া কাউকেই দলীয় মনোনয়ন দেওয়ার নিশ্চয়তা দেননি। তবে সাক্ষাৎ শেষে অনেক নেতাদেরই হাসিমুখে বের হতে দেখা যায়। অনেকেই আবার উৎফুল্ল হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে  ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, গত ৬ মাসে বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতা লন্ডনের কিংস্টনের বাসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, নিজ নিজ এলাকার কথা, ৫ আগস্টের আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথার তুলে ধরছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পরপরই লন্ডনে দৌড়ঝাঁপ শুরু হয় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের।

এ ছাড়া বিএনপির শীর্ষ একাধিক নেতা দলীয় দিকনির্দেশনার জন্য লন্ডনে এসেছেন বলে জানা যায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বছরের নভেম্বর মাসে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ডিসেম্বরে, গত ২৫ আগস্ট স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লন্ডন এসেছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। এ ছাড়া ঢাকা থেকে লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছেন ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ আরও অনেকে।

অন্যদের মধ্যে আরও যারা সাক্ষাৎ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেনÑ ৮ মে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ১৮ জুলাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, ২৫ আগস্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কৃষকদলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদির, ১৭ মে নারায়ণগঞ্জের নজরুল ইসলাম আজাদ, ৯ আগস্ট কণ্ঠশিল্পী মনির খান, ২৬ জুন খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ১৭ জুলাই সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীসহ আরও অনেকে। একটি সূত্র জানায়, এ সময় তারা বিএনপির সাংগঠনিক অগ্রগতি, মাঠপর্যায়ের দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের নানা গুরুত্বপূর্ণ ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা বলেন, দলের একাধিক নেতা মূলত প্রার্থিতা নিশ্চিতের আশায় সফর করছেন। সাক্ষাতের পর প্রার্থিতা নিশ্চিত হয়েছে এমনটা কেউ জানাননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় সবাইকেই দলের ৩১ দফা বাস্তবায়নে নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শ দিচ্ছেন।

উল্লেখ্য, বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী এরই মধ্যে গণসংযোগে নেমেছেন। যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে কয়েক দফা জরিপ চালিয়েছে। এ জরিপ অব্যাহত রয়েছে। এ ছাড়া নেতাকর্মীদের নির্বাচনমুখী হওয়ার দিকনির্দেশনা দিয়েছে বিএনপি। এ জন্য জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচির উদ্দেশ্য নির্বাচনের আগে বিএনপির বিষয়ে জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও যেন কিছুটা এগিয়ে রাখা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!