বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:১৮ এএম

গোলাপের স্নিগ্ধতায় সৌন্দর্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:১৮ এএম

গোলাপের স্নিগ্ধতায় সৌন্দর্য

গোলাপের পাপড়ি নিয়ে প্রাচীন গ্রীসের এবং রোমানের ইতিহাস ও সাহিত্যে অনেক কথা প্রচলিত আছে। তারা গোলাপের পাপড়ি ব্যবহার করত নিজেদের গোসলের সময় সুগন্ধি হিসেবে। রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার কমবেশি সবারই জানা, অনেক বিউটি পার্লারে ত্বকের ফেসওয়াশে গোলাপ জল ব্যবহার করে থাকে। ত্বক আর্দ্র রাখতে, শুষ্ক ত্বকের কোমলতা এবং উজ্জ্বলতা ফেরাতে গোলাপজলের জুড়ি মেলা ভার। এ ছাড়া বলিরেখা, ত্বকের দাগছোপ, স্ট্রেচ মার্ক দূর করতেও গোলাপজলের ব্যবহার করা হয়। তবে ত্বকের যতেœ গোলাপের পাপড়িও বেশ উপকারী। অনেক ছেলেদের সেলুনেও সেভ করার পর গোলাপজল দিয়ে ফেসওয়াশ করা হয়; এতে করে উজ্জ্বলতা ফিরে পায় । গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য ত্বক হাইড্রেট এবং কোমল রাখে। রক্ষ-শুষ্ক ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে গোলাপের পাপড়ি। সুন্দর ত্বক পেতে গেলে গোলাপের পাপড়ির ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। 

কয়েকটি গোলাপের পাপড়ির ফেসপ্যাক জানানো হলো -  

গোলাপের পাপড়ি ও মধুর ফেসপ্যাক:

মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। মধু ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায়। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের ক্ষতি হতে দেয় না। এ ছাড়াও, মধু ত্বকের মৃত কোষ অপসারণ করে এবং ত্বক কোমল ও সুস্থ রাখে। এজন্য গোলাপের পাপড়ি ভালোভাবে ধুয়ে গোলাপজলে প্রায় ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো পাপড়িগুলো গোলাপজল-সহ ভালো করে পিষে নিন। এই পেস্টের সঙ্গে মধু মিশিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মুখে গোলাপ ও মধুর প্যাক লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে, ত্বকের ময়লা অপসারণ করে ত্বক পরিষ্কার করে এবং সুস্থ রাখে।

গোলাপের পাপড়ি, দুধ ও চন্দনের ফেসপ্যাক: 

গোলাপের পাপড়ি পিষে তার সঙ্গে ২ টেবিল চামচ চন্দন পাউডার এবং কাঁচা দুধ মিশিয়ে নিন। ফেসপ্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

নারিকেল দুধ, অলিভ অয়েল এবং গোলাপের পাপড়ির ফেসপ্যাক: 

নারিকেলের দুধ ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নারিকেল দুধ এবং অলিভ অয়েল ভিটামিন ই-সমৃদ্ধ, যা ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বক আর্দ্র রাখে। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফেস প্যাক ত্বক সুস্থ রাখে ও উজ্জ্বল রাখে। গোলাপের পাপড়ি পেস্ট করে এতে ৪ টেবিল চামচ নারিকেল দুধ এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা এবং গোলাপের ফেসপ্যাক: 

শুষ্ক ত্বককে হাইড্রেট করতে এই ফেসপ্যাক অবশ্যই ব্যবহার করুন। অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বককে টানটান করতেও সাহায্য করে। গোলাপের পাপড়ি পেস্ট করে তার সঙ্গে অ্যালোভেরা জেল এবং গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ব্রণ-পিম্পল সারাতেও কার্যকর।

কমলালেবুর খোসা এবং গোলাপের ফেসপ্যাক: 

কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন গোলাপ ফুলের পাপড়ির পেস্ট আর মধু। পুরো মুখে প্যাকটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি মুখের দাগছোপ তুলতে বেশ সহায়ক। রোদ এবং দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা থেকে ত্বককে রক্ষা করে এই প্যাক।
 

রূপালী বাংলাদেশ

Link copied!