বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:১৩ এএম

হল্যান্ডের ৫ গোলের কীর্তি

রোনালদোর রেকর্ডের ম্যাচে জিতল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:১৩ এএম

রোনালদোর রেকর্ডের ম্যাচে জিতল পর্তুগাল

বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই ম্যাচে একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন পতুর্গিজ এই ফুটবল মহাতারকা। জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচেই গোল করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতা রোনালদোর মোট গোল হলো ১৪১টি। এ জন্য ২২৩টি ম্যাচ খেলেছেন তিনি। আর বিশ^কাপ বাছাইয়ে তার মোট গোল হলো ৩৯টি। এত দিন সমান গোল নিয়ে এই তালিকার চূড়ায় ছিলেন কার্লোস রুইস। তার পাশে বসলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো। তার ক্যারিয়ারে গোল ৯৪৩টি, হাজার গোলের মাইলফলক থেকে খুব বেশি দূরে নন এই কিংবদন্তি।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের শুরুটা প্রত্যাশিত হলো না। তবে ধাক্কা সামলে ঠিকই ঘুরে দাঁড়াল পর্তুগাল। রেকর্ড ছোঁয়া গোলে দলকে প্রথমবার এগিয়ে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আচমকা আরেক গোলে অসাধারণ কিছুর সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। তবে জোয়াও কান্সেলোর শেষের নৈপুণ্যে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগিজরা।

এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৪তম দল মলদোভা। তাদের নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ছেলেখেলায় মাতল নরওয়ে। ১১-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করল তাদের। বড় এই জয়ে আর্লিং হলান্ড একাই করেছেন ৫ গোল। আন্তর্জাতিক ফুটবলে ৪৫ ম্যাচে হলান্ডের গোল হলো ৪৮। এ ছাড়া থেলো আসগার্ড করেছেন ৪ গোল। এবারের বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। সবশেষ ১৯৯৮ বিশ্বকাপ খেলেছিল তারা। এক ম্যাচ কম খেলা ইতালি ৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। অন্যদিকে, গ্রুপ ‘ডি’তে ১০ জন নিয়ে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ৬৮ মিনিটে লাল কার্ড দেখেছিলেন চুয়ামেনি। আন্দ্রে গুডজনসনের গোলে ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল আইসল্যান্ড। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৬২ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোল এখন ৫২। থিয়েরি অঁরিকে পেছনে ফেলেছেন তিনি। কিংবদন্তি অঁরির গোল ৫১টি। সর্বোচ্চ গোল করা অলিভার জিরুর চেয়ে ৫ গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।

অন্যদিকে, সার্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ^কাপের আরও কাছে ইংল্যান্ড। ১টি করে গোল করেছেন হ্যারি কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস রাশফোর্ড। ‘কে’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ইংল্যান্ডের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আলবেনিয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!