বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় সাকিব আল হাসানকে। বিশে^র মর্যাদাপূর্ণ প্রায় সব দেশের লিগে খেলেছেন এই অলরাউন্ডার। মোস্তাফিজুর রহমানও টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার পরিচিত মুখ। তাদের কেউ অবশ্য ডাক পাননি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে দল পেলেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস। এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সেখানে নাম লিখিয়েছিলেন ১৪ বাংলাদেশিÑ সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
তবে দল পেয়েছেন শুধু তাইজুল। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও অবিক্রীত থেকে যান কাটার মাস্টার। ডারবানস সুপার জায়ান্টসে তাইজুলের সঙ্গী হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, এইডেন মার্করামের মতো তারকারা। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন তারকা ডেভাল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র্যান্ডে বিক্রি হয়েছেন এই ক্রিকেটার। তাকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।
এসএ টোয়েন্টির নিলামে মোট ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। তবে টানা দ্বিতীয় আসরে নিলামে দল পাননি প্রোটিয়াদের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা। তাইজুল বাংলাদেশের টেস্ট দলে নিয়মিত মুখ। তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে বাঁহাতি এই স্পিনারের উইকেট ৮৮টি। এবারের এসএ টোয়েন্টি শুরু হবে ঠিক বিপিএলের সময়ই। তখন তাইজুল দক্ষিণ আফ্রিকায় খেলার ছাড়পত্র পান কি না, সেটাই দেখার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন