ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো. নাছির উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো- কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পুলিশ জানায়। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার ধরখার এলাকার চান্দপুর বাজারের উঁচা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওই স্থানে নম্বরবিহীন একটি পুরাতন সিএনজি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই সিএনজিতে তল্লাশি করে ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন