বগুড়ার শেরপুর উপজেলার মুসুম্বি ইউনিয়নের গোঁসাইবাড়ি গ্রামে আট দিন আগে নিখোঁজ হওয়া অটোরিকশা চালক আবু বক্কর (৩৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে বোষ্টুমধার পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুসুম্বি ইউনিয়নের গোঁসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
শেরপুর থানার ওসি মঈনুদ্দিন বলেন, স্থানীয়দের সংবাদে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কিছুটা অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো চিহ্ন দেখা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন