বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জামিল মাহমুদ, গৌরনদী

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫৪ এএম

রপ্তানি মূল্যবৃদ্ধির কারণে বিদেশে যাচ্ছে না পান

জামিল মাহমুদ, গৌরনদী

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫৪ এএম

রপ্তানি মূল্যবৃদ্ধির কারণে  বিদেশে যাচ্ছে না পান

রপ্তানি মূল্যবৃদ্ধির কারণে বিদেশে যাচ্ছে না বৈদেশিক মুদ্রা অর্জনকারী অর্থকারী মুখরোচক খাবার পান। এ কারণে বাংলাদেশে পানের বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। ঋণগ্রস্ত হতাশ চাষিরা এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ পান চাষি সমিতির বরিশালের গৌরনদী উপজেলা কমিটির আয়োজনে বৈদেশিক মুদ্রা অর্জনকারী পানচাষিদের রক্ষার জন্য পান রপ্তানি বৃদ্ধিসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড ও উপজেলা চত্বরে সমাবেশ করেছেন। পান চাষি সমিতির উপজেলা আহ্বায়ক মনির হোসেন সরদারের সভাপতিত্বে সমাবেশে জাতীয় কৃষক খেত মজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, পানচাষিরা লাখ লাখ টাকা এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পান চাষ করছেন। বর্তমানে বাজারে পানের ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। তিনি আরও বলেন, পান রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ পানের দাম কমে গেছে।

জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পান রপ্তানি করে প্রতিবছরে গড়ে দুই থেকে তিনশ কোটি টাকা আয় করা হতো। অথচ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা প্রায় বন্ধ হয়ে গেছে। বাণিজ্য মন্ত্রণালয়, শুল্ক বিভাগের অবাস্তব সিদ্ধান্তকে দায়ী করে তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে যেখানে প্রতি কেজি পানের রপ্তানি মূল্য ছিল এক ডলার, সেখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে সেই পানের প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ ডলার। ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পান নিচ্ছেন না। এ কারণেই দেশে পানের বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির জেলা কমিটির প্রচার সম্পাদক জাফর আহম্মেদ তালুকদার, পানচাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিমাই ম-লসহ অন্যরা। শেষে নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন।

দাবিগুলো হলো-পান রপ্তানি বৃদ্ধি করতে আরোপিত সব বাধাসমূহ অতিদ্রুত অপসারণ করতে হবে। পানচাষিদের আপতকালীন সময়ে দুর্গত চাষিদের কাছ থেকে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে। শুধু পান চাষের ওপর নির্ভরশীল এমন গরিব চাষিদের সরকারি ত্রাণের আওতায় এনে তাদের পুর্নরেশন দিতে হবে। পান রপ্তানিকারকদের সরকারি প্রণোদনার পাশাপাশি পানচাষিকেও প্রণোদনা দিতে হবে। পান চাষের উপকরণ খৈল, সার, কীটনাশকসহ অন্য জিনিসের দাম কমাতে হবে। পান গবেষণা কেন্দ্র স্থাপনা ও সংরক্ষণাগার, পানভিত্তিক শিল্প স্থাপন করতে হবে। পানচাষিদের জন্য পান বিমা চালু করতে হবে এবং জাতীয় পান বোর্ড গঠন করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!