রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়িত উত্তরা ১৮নং সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত ফ্ল্যাটে লটারির মাধ্যমে আইডি বরাদ্দ দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে রাজউক অডিটরিয়ামে এ-সংক্রান্ত আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
এই লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক পর্যায়ের বাছাইকরণ শেষে লটারির ফলাফল প্রকাশিত হয়। এর পূর্বে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দপ্রত্যাশীদের মাধ্যমেই পর্যায়সংখ্যা নির্ধারণ করা হয়। রাজউক কর্তৃক আয়োজিত এই লটারির মাধ্যমে বৃহস্পতিবার ১৪৩টি ফ্ল্যাট ও ৫৪২টি কার পার্কিং আইডি বরাদ্দ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (পরিকল্পনা) গিয়াস উদ্দিন, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন