শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:২৬ এএম

ফেসবুকে ফিরেছে নস্টালজিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:২৬ এএম

ফেসবুকে ফিরেছে নস্টালজিয়া

দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল ফেসবুকের। এসে গিয়েছে পরের প্রজন্মও। এই অবস্থায় মেটা ফিরিয়েছে ক্লাসিক ও নস্টালজিয়া উদ্রেককারী এক ফিচার! অনেকেই হয়তো খেয়াল করেছেন ফেসবুকে পোক নামের একটি ফিচার।  ২০০৪ সালে এই ফিচারটির প্রথম দেখা মিলেছিল ফেসবুকে। সংস্থার তরফেই জানানো হয়েছে এবার ফের সেই ফিচারকে ফিরিয়ে আনা হয়েছে আরও নতুন ভাবে। আর তাই স্বাভাবিকভাবেই পোক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

কী এই পোক ফিচার?

২০০৪ সালে পোক ফিচার আত্মপ্রকাশ করে ফেসবুকে। সোজা কথায় কারও মনোসংযোগ পেতে এই ফিচারের জুড়ি ছিল না। ফলে তা অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী ‘ফ্লার্ট’ করতেও কোনো কোনো ইউজার পছন্দের মানুষটিকে পোক করতেন। মূলত তরুণ প্রজন্মের মধ্যে তাই এই ফিচারের জুড়ি মেলা ছিল ভার। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেসেঞ্জার, লাইক ও বিভিন্ন রকমের রিঅ্যাকশন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে পোক তার গুরুত্ব হারায়। ২০১৪ সালে সেটিকে সরিয়েও দেওয়া হয়।

পোকের প্রত্যাবর্তন

এখন ইউজাররা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারছেন। সার্চ করে কিংবা অন্য কোনো পেজ থেকে তাকে খুঁজে পাওয়ারও দরকার নেই। সরাসরিই তা করা যাবে। একইভাবে আপনাকে কেউ পোক করলে আপনি নোটিফিকেশন পাবেন। তা ছাড়া এবার নানা ইমোজি ব্যবহার করারও সুযোগ থাকছে। নিশ্চিতভাবেই এই ফিচার পুরোনো ইউজারদের নস্ট্যালজিয়া ফেরাবে। পাশাপাশি তা আকর্ষণ করবে নতুন প্রজন্মকেও। আর সেটাই লক্ষ্য মেটার; আরও বেশি করে জেন জেডকে ফেসবুকের প্রতি আকর্ষিত করা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!