শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:২৮ এএম

চ্যাটজিপিটিকে টপকে অ্যাপ স্টোরের শীর্ষে জেমিনাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:২৮ এএম

চ্যাটজিপিটিকে টপকে অ্যাপ স্টোরের শীর্ষে জেমিনাই

নতুন ইমেজ এডিটিং ফিচার যোগের পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আইফোনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হিসেবে চ্যাটজিপিটিকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের এআই চ্যাটবট জেমিনাই।

‘জেমিনাই ২.৫ ফ্ল্যাশ ইমেজ’ মডেলটি ‘ন্যানো ব্যানানা’ নামে পরিচিত, যা অগাস্টের শেষ দিকে চালুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কেবল দুই সপ্তাহে ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহার করে ৫০ কোটিরও বেশি ছবি তৈরি করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও মেটার থ্রেডসকে পেছনে ফেলে এখন যুক্তরাষ্ট্রে অ্যাপলের শীর্ষ ফ্রি অ্যাপের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে গুগলের জেমিনাই। যুক্তরাজ্যেও চ্যাটজিপিটি ও কেনাকাটার অ্যাপ ‘টেমু’কে পেছনে ফেলে শীর্ষে রয়েছে চ্যাটবটটি।

গত আগস্ট মাসের শেষদিকে জেমিনাই আপডেটের ঘোষণা দেয় গুগল। ওই সময় নতুন সংস্করণের জেমিনাইকে ‘অত্যাধুনিক’ মানের ছবি তৈরি ও এডিটের মডেল হিসেবে বর্ণনা করেছিল কোম্পানিটি। তাদের দাবি, মডেলটি এমন কিছু কাজ করতে পারে, যা এখনো বাস্তবায়ন করতে পারেনি প্রতিদ্বন্দ্বীরা।

ছবি তৈরির ক্ষেত্রে মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে, একই চরিত্র বা বস্তুর চেহারা একাধিক প্রম্পট ও এডিটের মধ্যেও একইভাবে ধরে রাখা। নতুন আপডেটের মাধ্যমে আপনি একাধিক ছবি একসঙ্গে মিশিয়ে একটি ছবি তৈরি, গল্প বলার জন্য একই চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখা, প্রাকৃতিক ভাষা ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশে পরিবর্তন আনা এবং জেমিনাইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে ছবি তৈরি ও এডিট করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সাইট ‘নাইট-ফাইভগুগল’-এর তথ্য অনুসারে, গত মাসে ‘ন্যানো ব্যানানা’ চালুর পর থেকে জেমিনাই দুই কোটি ৩০ লাখেরও বেশি নতুন ব্যবহারকারী পেয়েছে। ফিচারটির এত জনপ্রিয়তার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে ছবিতে মডেলটির বিস্তারিত বিবরণ যোগের সক্ষমতা।

আলোকচিত্রী ও এআই বিশ্লেষক টমাস স্মিথ বলেছেন, ‘ফিচারটি বিস্ময়কর রকমের ভালো, বিশেষ করে এর ন্যানো ব্যানানা নতুন ছবি তৈরির চেয়ে ছবি এডিটের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর।’

জেমিনাইয়ের ন্যানো ব্যানানা ব্যবহার করে তৈরি কিছু ছবি এক্স ও রেডিট-এর মতো প্ল্যাটফর্মেও লাখ লাখ বার শেয়ার করেছেন ব্যবহারকারীরা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!