স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে মাঝে এমন কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। যা সাময়িক হতাশা তৈরি করে। এর মধ্যে একটি হলো ‘পাওয়ার বাটন কাজ না করা’। তবে চিন্তার কিছু নেই, সহজ কিছু পদ্ধতিতে এই সমস্যা সমাধান করা সম্ভব। নিচে ফোনের পাওয়ার বাটন কাজ না করার ক্ষেত্রে ১০টি সমাধান উপস্থাপন করা হলো:
ভলিউম বাটন ব্যবহার করুন
ভলিউম বাটন এবং চার্জার সংযুক্ত করে ফোন রিস্টার্ট করার চেষ্টা করুন। কিছু ফোনে ভলিউম ডাউন + হোম বোতাম একসঙ্গে চেপে ধরেও ফোন চালু করা যায়।
চার্জার সংযুক্ত করুন
অনেক সময় ফোন চার্জার সংযুক্ত করলে নিজেই অন হয়ে যায়।
অটো পাওয়ার অন/অফ সেট করুন
যদি ফোনে ‘ঝপযবফঁষবফ চড়বিৎ ঙহ/ঙভভ’ অপশন থাকে, সেটি ব্যবহার করে ফোন চালু বা বন্ধ করা সম্ভব।
থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করুন
প্লে স্টোর থেকে ‘চড়বিৎ ইঁঃঃড়হ ঃড় ঠড়ষঁসব ইঁঃঃড়হ’ বা ‘অংংরংঃরাব ঞড়ঁপয’ অ্যাপ ডাউনলোড করে পাওয়ার বাটন ছাড়াই ফোন নিয়ন্ত্রণ করা যায়।
অন্য বোতাম দিয়ে ফোন চালু করার চেষ্টা করুন
কিছু ফোনে ভলিউম আপ/ডাউন বোতাম ব্যবহার করে পাওয়ার অন করা সম্ভব।
কম্পিউটারে সংযুক্ত করুন
যদি টঝই ডিবাগিং মোড চালু থাকে, তবে অউই কমান্ডের মাধ্যমে ফোন চালু করা যেতে পারে।
আনলক অ্যাপ ব্যবহার করুন
যদি স্ক্রিন লক/আনলকের জন্য কোনো নির্দিষ্ট অ্যাপ থাকে, সেটি দিয়ে ফোন চালু করা সম্ভব।
পাওয়ার বাটন মেরামত করুন
আপনি যদি ইলেকট্রনিক্স বিষয়ে অভিজ্ঞ হন, বাটনের ভেতরের কন্ট্রাক্ট ক্লিন বা রিপ্লেস করতে পারেন।
সিম বা মেমরি কার্ড বের করে দেখুন
অনেক সময় সিম বা মেমোরি কার্ড খুলে আবার লাগালে ফোন চালু হয়।
যদি সমস্যা হার্ডওয়্যারজনিত হয় বা দীর্ঘস্থায়ী হয়, নিকটস্থ মোবাইল সার্ভিস সেন্টার বা কোম্পানির অফিসিয়াল সার্ভিস সেন্টারের সাহায্য নিন। এই সহজ পদ্ধতিগুলো ব্যবহার করে ফোনের পাওয়ার বাটন কাজ না করার সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন