চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন (২৪) নামের এক প্রবাসী খুন হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাতের শিকার হন প্রবাসী মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১০ ঘণ্টা পর শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে তিনি সব সময় আইনের বাইরে থেকে গেছেন।
নিহতের স্ত্রী আঁখি আকতার জানান, তার স্বামী মামুনের সঙ্গে ফাহিমের পূর্বশত্রুতা ছিল না। গত বুধবার পটিয়ার এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ এলাকায় তদন্তে এলে তার স্বামীর কাছে জিজ্ঞেস করে ফাহিমকে চিনেন কি না, সে চিনেন বলাতেই কাল হলো তার।
ফাহিম ঘরে ছিল উল্লেখ করে তিনি জানান, পুলিশ ফাহিমকে ঘরে পেলেও তার মা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেন জোরজবস্তি করে। নিহতের স্ত্রী ও এক বাচ্চা সন্তান রয়েছে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, ‘হত্যাকা-ের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন