বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। গত বৃহস্পতিবার লালমোহনের পশ্চিম ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়নের বিএনপির বিশাল জনসভার প্রধান অতিথি হয়ে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা বিদেশে বসে দেশের ক্ষতি করছে। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে একের পর এক নানা রকম অবৈধ কার্যক্রম চালাচ্ছে এবং দায়ভার বিএনপির ওপর চাপাচ্ছে। দেশের মানুষ এখন আর বোকা নয়। জনগণ শক্ত হতে সবকিছু দমন করবে। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের পরিচালনার রায় জনগণ দেবে।’
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। এতে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, উপজেলা বিএনপির নেতা সোহেল আজিজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন